অনুরূপ আইচের জন্মদিনে চমক

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ১০:২২:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

বিনোদন ডেস্কঃ ২৫ ফেব্রুয়ারী দেশের বরেণ্য গীতিকার ও লেখক অনুরুপ আইচের জন্মদিন। এই দিনে তার জন্মদিন মন্দিরা মাল্টিমিডিয়ার অফিসে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এই অনুষ্ঠানে তিনি চুক্তি বদ্ধ হলেন মন্দিরা মাল্টিমিডিয়ার দুইটি সিনেমার গানে।
এই সিনেমার একটি সিনেমার নাম ‘কাজল ভ্রোমরা”। অন্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে কাস্টিং রেডি। এই সিনেমাগুলো পরিচালনা করছেন পিন্টু বিশ্বাস ও আসাদুর রহমান আসাদ। এই সিনেমাগুলোর পরিকল্পনা, কাহিনী ও চিত্রনাট্য করছেন সাঈদুর রহমান সাঈদ।

এ প্রসংগে অনুরূপ আইচ বলেন, আমার জন্মদিনে এ এক বড় উপহার দিলো মন্দিরা মাল্টিমিডিয়া। জীবন্ত কিংবদন্তি সাঈদ ভাই, পিন্টু, আসাদ ও নায়ক পলাশের এই সারপ্রাইজ আমার মনে থাকবে সবসময়। আমার বিশ্বাস, এই ছবির গানগুলো হিট হবে। বা, সবার কাছে ভালো লাগবে।

এ ব্যাপারে পরিচালক পিন্টু বিশ্বাস বলেন, অনুরূপ আইচ আমার মিডিয়া জীবনে অন্যতম অভিবাবক। আমি উনার একজন ভক্ত। তার বিশেষ দিনে তিনি আমাদেরকে সময় দিয়ে আমাদের সিনেমার সাথে যুক্ত হয়েছেন, তাতেই আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ।

Print Friendly, PDF & Email