জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ | আপডেট: ৭:৩৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসের শুরুতে উপজেলার সদরের স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
শুক্রবার প্রভাতফেরিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলার প্রকৌশলী অফিসার গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন কমিশনার মুজিবুর রহমান প্রমুখ।

এদিকে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও রানীগঞ্জবাসীর পক্ষ থেকে সকালে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সচিব আব্দুল গফুর, পরিষদের সদস্য বজলু মিয়া, মিলাদ মিয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাহনাজ পারভিন, সহকারী শিক্ষক পরিনা আক্তার, মোছা. ফাতেমা আক্তার, সিমা পারভিন চৌধুরী, জয়শ্রী রায়, অফিস সহকারী নাজমুল হাসান জাহেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও বিকালে রানীগঞ্জ বাজারে শহীদ আকলু মিয়া মার্কেটে শহীদ গাজী পাঠাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শহীদ গাজী পাঠাগারের সভাপতি আবুল কাশেম আকমলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও অর্থ সম্পাদক আল-আমিন ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের প্রভাষক মিছলুর রহমান, সাংবাদিক গোলাম সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন কবি জামাল শহিদ।

 

অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুল ছত্তার, রানীগঞ্জ কলেজের খতিব আল্লামা হোসাইন আহমদ, সমাজ সেবক আমির উদ্দিন ছোট, সাংবাদিক সুজাত আলী প্রমুখ। আলোচনা সভায় শিক্ষক মোস্তফা আল হোসাইন, রানীগঞ্জ মাদ্রাসার অফিস সহকারী মো. নজরুল ইসলাম, হাজী মকবুল হোসেন একাডেমীর সহকারী শিক্ষক মো. শিপন আহমদ, মো. রুমেল আহমদ, শিক্ষার্থী আব্দুল রহমান, ইমাদ উদ্দিন, আফজাল হোসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email