স্ত্রীকে উৎসর্গ করে সানাউল্লাহ নূর সাগরের বই প্রকাশ

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ | আপডেট: ৪:০৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এডভোকেট সানাউল্লাহ নূর সাগরের প্রথম উপন্যাস “আর্তনাদ” । বইটি তার স্ত্রী জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমাকে উৎসর্গ করে লেখা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলায় বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মুজিবুর রহমান। শব্দশিল্প প্রকাশনীর ২৪০,২৪১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি নিয়ে সানাউল্লাহ নূর সাগর বলেন, ‘প্রকাশিত হলো আমার প্রথম লেখা বই বিষাদের উপন্যাস “আর্তনাদ”। বাস্তবতার নিরিখে বিইটি লেখা। বইটি উৎসর্গ করেছি আমার সহধর্মিণী মৌসুমী আক্তার সালমাকে। তার অনুপ্রেরণাতেই খুব স্বল্প সময়ে বইটি লেখা। সবাই বইটি পড়বেন। আশাকরি ভাল লাগবে।’

উল্লেখ্য গত বছর ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা।

Print Friendly, PDF & Email