
এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধি:
ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী মাঠ বৈঠক ব্যাপক সাড়া পড়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহবুব হাসানের নেতৃত্বে ধাপে ধাপে ৪৭ পেরিয়ে ৪৮তম মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কে,এন উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাঠ বৈঠকে মাহবুব হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন ফকির, যুবলীগ নেতা খায়রুল ইসলাম মীর, শ্রমিক লীগ নেতা হেলাল ফকির, যুব মহিলা লীগ নেত্রী মনিরা মুন্নীসহ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা মাহবুব হাসানের বক্তব্যে বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলাকে আধুনিক, মানবিক, উপশহর গড়ে তোলার লক্ষ্যে ছাত্রলীগ থেমে নেই কাজ করছে, কাজ করবে। ছাত্রলীগে কোন মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই। ছাত্রলীগে নতুন নতুন আদর্শ কর্মী তৈরি হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রীপুর উপজেলায় দশহাজার ছাত্রলীগ কর্মী কাজ করবে একথা বলে সকলের কাছে সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য শেষ করেন।