বাবুগঞ্জে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ৯:০২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের বার্তা ও ইত্তেফাক পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় প্রেসক্লাব ভবনে স্মরণসভা দোয়া মাহ্ফিলের মধ্যদিয়ে হুমায়ুন কবিরের আত্মার মাগফিরত কামনা করা হয়।
প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতী, সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন নয়ন, সাংবাদিক শাহজাহান খান, শাহাব উদ্দিন বাচ্চু, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ সাইফুল ইসলাম, আরিফুর রহমান, আক্তার হোসেন খোকা, মোস্তফা কামাল রাজন, মোঃ রুবেল সরদার, আল আমিন হোসেন প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার মাওঃ সিদ্দিকুর রহমান। উল্লেখ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করেন।

Print Friendly, PDF & Email