বরিশালে বাবুগঞ্জ মাধবপাশায় ব্রিজ ভেঙে ট্রাক খালে

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ | আপডেট: ২:৪৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে একটি মালবোঝাই ট্রাক ব্রিজটি পার হতে গেলে ব্রিজসহ খালের মধ্যে ভেঙে পড়ে। এতে বরিশাল-বানারীপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, বালুবোঝাই ট্রাকটি বরিশাল থেকে নেছারাবাদ যাচ্ছিলো। ব্রিজের মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, বরিশাল-নেছারবাদ সড়কের যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email