বান্দরবানের লামায় চাঁদা না দেয়ায় কৃষকের বসতবাড়ি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৬:২৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

লামা প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকায় সন্ত্রাসীদেরকে চাঁদা না দেয়ায় লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফেজ পাড়ায় বসতবাড়িতে কৃষকের বসতবাড়ি পুড়িয়ে দিল সন্ত্রাসীরা।

শনিবার গভীর রাতে মো.খালেকুজ্জামানের বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

গত ৩ ফেব্রুয়ারি সোমবার হাফেজ পাড়া আব্দুল লতিফ এর ছেলে মো. খালেকুজ্জামান এর কাছে উড়োচিঠি দিয়ে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চিঠিতে বেঁধে দেয়া সময়ের মধ্যে চাঁদার টাকা না দেয়ায় বসতবাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাড়ির মালিক মো. খালেকুজ্জামান।

তিনি আরো বলেন, ‘পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেয়া হয়েছে। আমরা কিছু বুঝে উঠার আগে ১০/১৫ মিনিটের মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আব্দুল মালেক কান্নাজড়িত কন্ঠে ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা বলে দাবী করেছেন। আগুনে ৫ টন ধান ৮ বস্তা চাল সহ ফার্ণিচার অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।

একই এলাকার বাসিন্দা চনুমং মার্মাকে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে উড়োচিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে আতংকে আছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি। ঘটনাস্থল সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি পরিদর্শন করেছে। ঘটনার পর এলাকায় জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে। রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাটি দুঃখজনক। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদেরকে বলেন, ‘অপরাধীদের ধরতে আমরা তৎপর আছি।’

Print Friendly, PDF & Email