
নূর আলম , নীলফামারী।
নীলফামারী সদরের মানুষ মারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পঞ্চপুকুর ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়টি ‘মানুষ গড়া’ সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি পাবে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে সোমবার।
এতে স্বাক্ষর করেছেন মন্ত্রনালয়ের উপ সচিব জাহানারা রহমান।
প্রসঙ্গত দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবী জানিয়ে আসছিলো বিভিন্ন জন।
এ নিয়ে সংবাদ প্রকাশসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলো নানা আলোচনাও।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নীলফামারীতে আমি যোগদানের পর স্কুলটির নাম নজরে আসে আমার।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সহযোগীতায় নাম পরিবর্তন নিয়ে মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করা হয়।
এ প্রেক্ষিতে নতুন নাম পেলো বিদ্যালয়টি।
তিনি বলেন, এখন আর মানুষ মারা নয় মানুষ গড়া হিসেবে পরিচিতি পাবে এটি।
GMN/NAZ/NUR