হিজলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

মুলাদী প্রতিনিধি ॥
হিজলা উপজেলায় পানিতে ডুবে ইউসুফ ওরফে সিয়াম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের আনিস গাজীর পুত্র সিয়াম বন্ধুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে মারা যায়। স্বজনরা জানান সিয়াম মঙ্গলবার বিকালে খেলার কোনো এক সময় পুকুরে পড়ে গেলে তার বন্ধুরা বাড়িতে গিয়ে সংবাদ দেয়। খোঁজাখুজি করে পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান স্বজনদের কোনো আপত্তি না থাকলে সিয়ামকে দাফনের অনুমতি দেওয়া হতে পারে।

Print Friendly, PDF & Email