ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও পোষাক বিতরণ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ | আপডেট: ৫:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক।ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র, সুবর্ণ নাগরিক কার্ড ও স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। রোববার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষাথীদের হাতে জেলা প্রশাসক মো. জোহর আলী এসব সামগ্রী তুলে দেন।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা নবেজ উদ্দিন সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, এনডিসি আহমেদ হাসান।

Print Friendly, PDF & Email