নিজের ‘রূপের রহস্য’ ফাঁস করলেন মোদী!

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ১:৫৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

নিজের ‘রূপের রহস্য’ ফাঁস করে দিলেন ভারতে*র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলে দিলেন কেন তার ত্বক এ*ত উজ্জ্বল আর চকচকে।

শুক্রবার দিল্লিতে শিশুদের সাহসিক*তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি ওই ‘র*হস্য’ ফাঁস করেন।

মোদী বলেন, ‘বহু বছ*র আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল, আমার উজ্জ্বল মুখে*র রহস্য কী? আমি খুব সহজ উ*ত্তর* দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অ*ত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ ক*রতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।’

তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিত, অন্তত দিনে চার*বার।

নরেন্দ্র মোদী বলেন, ‘দু’টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানু*ষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ও*ঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ* আরও ভা*ল করার উৎসা*হ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।’

মোদী বলেন, ‘পুরস্কারই শেষ ক*থা নয়। একদিক দিয়ে এগুলোই তোমাদের জীব*নের শুরু।’

প্রধানমন্ত্রী ছোটদের কাছ থেকে জানতে চা*ন, তাদের কাছে কোনটা বেশি গু*রুত্বপূর্ণ, অধিকার না কর্তব্য। জ*বাবে ছোটরা একসঙ্গে বলে ওঠে, ‘‘কর্তব্য।’

তা শুনে মজা করে প্রধা*নমন্ত্রী বলেন, ‘তাহলে আজ আমি একটা নতুন আইন পাস করলাম এখানে।’

প্রসঙ্গত, এই পুরস্কারের বিজয়ীরা জম্মু ও কাশ্মীর, অরু*ণাচলপ্রদেশ, মণিপুর সহ দেশের বি*ভিন্ন প্রান্ত থেকে এসে*ছে। তারা সংস্কৃতি, আবিষ্কার, সমাজসেবা, খেলা, সাহসিকতার মতো বিষয়ে দক্ষতা দেখিয়ে এই পুরস্কার জিতেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই ব*য়সে তোমরা এম*ন সব কাজ ক*রেছ দেখে আমি অভিভূত। এর থেকে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়ে আঘামী দিনে তোমরা ও আরও ভাল কাজ করবে। কঠিন পরিস্থিতিতে লড়াই করার সাহস দেখিয়েছ তোম*রা। যখনই আমি এ*মন সাহসি*কতার শুনি, তোমাদের সঙ্গে ক*থা বলি, আমিও অনুপ্রেরণা ও শক্তি পাই।” বাংলানিউজটোয়েন্টিফোর

Print Friendly, PDF & Email