
সিলেটে হত্যার পর মো. জাহাঙ্গী*র (২৫) ও মো. রাজু (২৫) নামের দুই যুবকে*র মরদেহ ট্রাকের ভেত*র রেখে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সিলেটের দক্ষি*ণ সুরমাস্থ ফেঞ্চুগঞ্জ সড়কের সি*টি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ড লা*লমাটিয়া এলাকায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৮-৪০৩০) মরদেহ দুটি রাখা ছিল। খব*র পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকে*ল কলেজ মর্গে পাঠায়।
নিহত জাহাঙ্গীর চুয়াডাঙা জেলা*র আলমডাঙ্গা উপজেলার বাস*বাড়ি বাগদী গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং রাজু একই গ্রামে*র মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
সিলেট মহানগর পুলিশে*র অতিরিক্ত উপ-কমিশনা*র জেদান আল মুছা বলেন, দুর্বৃত্ত*রা অন্যত্র দুই যুবককে হত্যা করে তাদের মর*দেহ ট্রাকের চালক ও হেলপারের আসনে বসিয়ে রেখে যায়। এছা*ড়া গাড়ির ৬টি চাকা খুলে নেওয়া হয়ে*ছে। এতেই নি:সন্দেহে বলা যায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মর*দেহ দুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে ত*দন্ত শুরু করেছে।
এসএমপির মোগলাবাজার থানা পুলিশ জানায়, ট্রাকটির মালিক চু*য়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর র*হমান (৪০)। এর আগে ট্রাকটি বৃ*হস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা*র গাজীপুরের জয়*দেবপুর ধান গবেষণা* কেন্দ্র থেকে সি*লেটের উদ্দে*যে রওনা করে।
সুত্র : বাংলানিউজ