তাপসের নির্বাচনী প্রচারণায় জবি ছাত্রলীগ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

পহেলা ফেব্রুয়ারি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচারণা ও ভোট চাইলেন জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২০) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ঢাকা দক্ষিণের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হয়ে পুরাণ ঢাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,এস এম আকতার হোসাইন, মোঃ ইব্রাহীম ফরাজি,সৈয়দ শাকিল, সাবেক সহ-সভাপতি মোঃ জামালউদ্দীনসহ আরো অনেকেই।

দুপুর ১ টার সময় রফিকভবন থেকে শুরু করে কলতাবাজার-ধোলাইখাল হয়ে রায়সাহেব বাজারে এসে পৌছায় মিছিলটি।এরপর রায়সাহেব বাজার থেকে প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যোগ দিলে বৃহৎ মিছিল নিয়ে ইসলামপুর এসে আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রচারণা প্রসঙ্গে বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে, ঐতিহ্যবাহী পুরাণ ঢাকার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলে নূর তাপস ভাইকে নৌকা প্রতীকে নির্বাচিত করার বিকল্প নেই।পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে। ঢাকা দক্ষিণের সকলের নিকট আহ্বান জানাচ্ছি আপনারা ১তারিখে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে যোগ্য নগরপিতা নির্বাচন করবেন।

GMN/NAZ

Print Friendly, PDF & Email