স্মার্ট ফোন ও ফেইসবুক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কোকেন … ডিআইজি শফিকুল ইসলাম
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

আরিফ হোসেন,বাবুগঞ্জ: “স্মার্ট ফোন ও ফেইসবুক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কোকেনে পরিনত হয়েছে। শিক্ষাজীবনে স্মার্ট ফোনে আসক্ত হওয়া যাবে না। মাদক সেবীরা নিদিষ্ট সময় পরপর মাদক গ্রহন করে। অপর দিকে স্মার্টফোনে আসক্তরা ক্ষনে ক্ষনে র্স্কীনের দিকে তাকায়। এক সময় স্মার্ট ফোন ব্যবহারকারি শিক্ষার্থী কঠিন আসক্তিতে ভোগে। ভার্চুয়াল জগতে কেউ কোন ধরনের সম্পর্কে জরাবে না। ভার্চুয়াল জগতে কেউ সম্পর্কে জরালে শতভাগ ঠকতে হয়”।
বরিশালের বাবুগঞ্জে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও আসক্তির ভয়াবহতা সম্পর্কে দেওয়া এক বক্তব্যে প্রধান অতিথি হিসাবে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার)পিপিএম এসব কথা বলেন। বরিশালের বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত স্টুডেন্ট কমিউনিটি পুলিংশিং সভায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক এসএম ইকবাল’র সভাপতিত্বে তিনি আরো বলেন সিগারেট থেকেই মাদকের হাতে খড়ি। প্রথমে সিগারেট তারপর গাঁজা, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পরে তরুন তরুনিরা। অতএব কেউ সিগারেট খেয়ে থাকলে আজ থেকেই পরিহার করার চেষ্টা করো। এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার), অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান প্রমুখ।
পরে বাবুগঞ্জ থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে-২০২০ সভায় জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার) এর সভাপতিত্বে প্রায় ২সহাস্রাধীক জনতার মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার)পিপিএম। এসময় ৫ জন মাদক সেবী তার হাত থেকে ফুল নিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসার অঙ্গিকার করেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, বীর প্রতিক রত্তন আলী শরিফ, জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন মৃধা, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুখ বাবুল আকনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।