মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুরে শুরু হচ্ছে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদারীপুর ক্রিটেক ক্লিনিকের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্মৃতি মেয়র ক্রিকেট’ প্রশিক্ষণ। আয়োজন নিয়ে রবিবার সকালে মাদারীপুর পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজক কমিটি জানান, মাদারীপুর পৌরসভার আয়োজনে মাসব্যাপী প্রশিক্ষণে চারটি গ্রুপে ২৫ জন করে মোট একশত স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ক্রিকেট বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। এতে ১২ বছর বয়সী, ১৪ বছর বয়সী, ১৬ বছর বয়সী ও ১৮ বছর বয়সীদের নিয়ে গ্রুপ তৈরি করা হবে। কুলপদ্ধি মডেল ক্লাব মাঠে এক মাসব্যাপী প্রতিদিন প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণটি সহযোগিতা করবেন কোয়াম মাদারীপুর নামে একটি সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমীর বাবু,
মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন্দ, কোয়াম মাদারীপুরের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল হক খোকনসহ আরো অনেকেই । এসময় প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Print Friendly, PDF & Email