বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ | আপডেট: ১:২৩:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বরিশালে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রবিরাব ১১ জানুয়ারী বিকলে সাড়ে ৪ টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

বরিশাল র‌্যাব সূত্র জানা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ নিরব হোসেন সাগর ও মোঃ পারভেজ হাওলাদারকে ইয়াবাসহ আটক করা হয়।

এদের কাছে থেকে ৪৩ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করেন। এঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email