পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, গ্রামবাসীসহ আহত ২০

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নাসির উদ্দীন ফকির (লিটন) কালকিনি।

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে গ্রামবাসির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,জেলা সদর উপজেলার ঝাউদি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সঙ্গে পার্শবর্তী কালকিনি উপজেলার আলীনগর এলাকার ৭নং ওয়ার্ডের মীরাকান্দি গ্রামের ইউপি সদস্য আলমগীর চৌকিদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।

এর জের ধরেই হঠাৎ করে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে কালাম, জালাল ও মামুন শরীফসহ বেশ কয়েকজন তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আলী নগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামে গিয়ে ইউপি সদস্য আলমগীর চৌকিদারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীদের স্থানীয় গ্রামবাসীরা বাঁধা দিলে তাদের উপর ও দফায়-দফায় হামলা চালানো হয়। এ নিয়ে উভয় পক্ষই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরেন।
সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত হয় জালাল চৌকিদার(৪০), সজিব চৌকিদার(৪০). হিজহুল চৌকিদার(৩৫). সাজ্জাদ(৩৭), জুয়েল,(৪৫) মান্নান চৌকিদার(৪৬). আনোয়ার(৩৯). জামেলা বেগম(৬০) ও হানিফ বেপারীসহ ২০ জন। আহতদের প্রথমে কালকিনি হাসপাতালে পড়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউপি সদস্য আলমগীর চৌকিদার বলেন, বিনা কারনে আমার লোকজন ও গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে আবুল চেয়ারম্যানের লোকজন।

তবে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন , আমি হামলা করিনি আমার লোকজনের উপর হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন,এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email