মাদারীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

মাদারীপুর প্রতিনিধি

শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি। শনিবার সকাল ১০টার দিকে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে তিন শতাধিক গবীর-অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র বিরতণ করা হয়।
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিরতণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম.আর মুর্তজা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সুবল বিশ্বাস, সহ-সভাপতি শফিক স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম, অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন আজিজ, প্রচার-প্রকাশনা সম্পাদক নাজমুল হক, সমাজকল্যাণ সম্পাদক এমদাদ খান, সদস্য জাহিদ হাসান, এস.এম তানভীর, রাশেদ কামাল প্রমুখ। এসময় অসহায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্থরা শীতবস্ত্র পেয়ে সাংবাদিক সমাজকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email