মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভা আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, বিশেষ অতিথি মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মো: ওবাইদুর রহমান কালুখান,অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো: শহীদসহ মাদারীপুর পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন শ্রেনীর লোক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাজৈর উপজেলা দল মুখোমুখি হন কলেজ রোড ক্রীড়া চক্র(লাল) এর সাথে। খেলায় মহিলাদের ১২টি দল এবং পুরুষদের ৪৮টি দল অংশ গ্রহনের মাধ্যমে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।