বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের লাঠিচার্জ!
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

১লা জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বরিশালেও কর্মসূচীর আয়োজন করেন জেলা ও মহানগর ছাত্রদল।
সকালে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করেন জেলা ছাত্রদল।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানায়।
এছাড়া সকালে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা ছাত্রদল নেতা ও সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সবুজ আকনের মিছিলে বাঁধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
জেলা ছাত্রদল নেতা সবুজ আকন জানায়, আজকে আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া মিছিলে পুলিশ বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে আমাদের ছাত্রদলের প্রায় ১০জন কর্মী আহত হয়।