
বিনোদন ডেস্ক : সম্প্রতি গাজীপুর কালিকৈর জমিদার বাড়িতে শেষ হলো স্বল্প দৈর্ঘ্য চলচিত্র “ওভার দ্য গেইম” ।
রচনা এবং পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন। স্বল্প দৈর্ঘ্য চলচিত্রটি কমেডিয়ান ও রোমান্টিক অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে।
এ বিষয়ে অভিনেতা সজীব খান বলেন পরিচালক এম সাখাওয়াত হোসেন এর লেখা প্রতিটি গল্পই অসাধারণ ও মনোমুগ্ধকর। পরিচালক এম সাখাওয়াতের এর অাগের কাজ করেছি। অভিনেত্রী শর্মি ইসলাম অামার বিপরীতে অভিনয় করেছেন। শর্মি ইসলাম ও তমাল মাহবুব ভাইয়ের সাথে অামার প্রথম কাজ। আমার অনেক ভালো লেগেছে। স্বল্প দৈর্ঘ্য চলচিত্র “ওভার দ্য গেইম “এর শুটিংয়ের কাজ শেষ করলাম।
শর্মী ইসলাম বলেন, পরিচালক এম সাখাওয়াত হোসেন এর কিছুদিন আগেও পরিচালক এম সাখাওয়াত হোসেন ভাইয়ার রচনা এবং পরিচালনায় টেলিছবি “খেয়া” তে আমি নায়িকার অভিনয় করেছি। “খেয়া” তে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগা থেকেই ২য় বার একই পরিচালকের সল্প দৈর্ঘ্য চলচিত্র “ওভার দ্য গেইম “এর কাজ করি। এটা খুব তাড়াতাড়ি একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আশা করি আমার সকল দর্শকদেরও অনেক ভালো লাগবে।
এটা খুব তাড়াতাড়ি একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আশা করি আমার সকল দর্শকদেরও অনেক ভালো লাগবে।