নুরের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ২ নেতা আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।

গতকাল রবিবার বেলা পৌনে ১টার দিকে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীর বিরুদ্ধে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ডাকসুতে ইট-পাটকেল ছোড়েন।

Print Friendly, PDF & Email