বাবুগঞ্জে অসময়ে ভাঙ্গছে সন্ধ্যা নদীর তীর: হুমকির মূখে এমএ জলিল সেতু

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ১:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

**দক্ষিন অঞ্চলের সাথে রাজধাণী ঢাকার সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হতে পারে

আরিফ হোসেন,বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা:বাবুগঞ্জে অসময়ে ভাঙ্গছে সন্ধ্যা নদীর তীর। হুমকির মূখে রয়েছে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থিত মেজর এমএ জলিল সেতু। উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া এলাকার কোল ঘেঁষে বহমান সন্ধ্যা নদীর তীর হঠাৎ করে ভাঙ্গনের কবলে পড়ায় মেজর এমএ জলিল সেতু ও বসুন্ধরা অয়েল এন্ড ফুড কোম্পানি লিমিটেড এর ফেক্টরি হুমকির মুখে রয়েছে।

১ কিঃমিঃ ধরে ভাঙ্গণ কবলিত এলাকায় প্রায় ৫ শতাধীক পরিবার গৃহহীন হওয়ার শঙ্কায় জীবনযাপন করছে। ১৭ ডিসেম্বর সরোজমিন ঘুরে দেখা গেছে, এমএ জলিল সেতুর পূর্ব প্রান্তে ঢাল রক্ষায় দেওয়া সিমেন্টের তৈরি বøক ধ্বসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই সেতুসহ ওই এলাকা নদী গর্ভে বিলীন হয়ে দক্ষিন অঞ্চলের সাথে রাজধাণী ঢাকার সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েকটি পরিবার নদী তীরবর্তী এলাকা থেকে বসত ঘর নিরাপদে সরিয়ে নিয়েছে। স্থানীরা বলেন, ভাটায় নদীর পানি কমার সাথে সাথে ভাঙ্গলের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে এলাকার মধ্যে ভাঙ্গন প্রবেশ করায় আতঙ্কে রয়েছে নদী তীরবর্তীরা।

দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা বলেন, ভাঙ্গন রোধে শিঘ্রই কার্যকর পদক্ষেপ না নিলে এমএ জলিল সেতুসহ প্রায় এক কিঃমি এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। ৫ শতাধীক পরিবার গৃহহীন হয়ে পরার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, অতি শিঘ্রই ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেওয়া হবে।

Print Friendly, PDF & Email