মাদারীপুরে রাস্তা ও ড্রেন নির্মানের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৭:১৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

মাদারীপুর পৌরসভা ও রাস্তি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খালটি পুন: খননের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জনগনের সুবিদার্থে উক্ত খাল খনন না করে রাস্তা ও ড্রেন নির্মানের দাবিতে রবিবার সকাল সাড়ে এগারটায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এলাকাবাসির দাবি যদিও সিএস খতিয়ান ও নকশায় এখানে একটি খাল ছিলো। পরবর্তিতে আরএস ও বিএস খতিয়ানে এখানে খালের কোন অস্তিত্ব নেই। খালের জমি ভরাট করে তাতে বসত বাড়ি,বহুতল ভবন, তিনটা মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানসহ বহু স্থাপনা নির্মান করে বসবাস করে আসছে বেশ কিছু লোক। এ ছাড়াও পুর্ব রাস্তি এলাকাসহ পার্শবর্তী এলাকার হাজার হাজার লোক মাদারীপুর শহরে এই ভরাট খালের উপর দিয়ে ৩/৪ টি রাস্তায় যাতায়াত করছে। এই কারনে খালটি পুন: খনন না করে প্রশস্ত রাস্তা ও বড় মাপের ড্রেন নির্মান করা হলে সাধারন জনগনের ব্যবসা-বানিজ্য ও যাতায়াতে সুবিধা হবে। তাদের দাবি এখানে খাল খনন করা হলে তা বাজারের ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাবে ।
এসময় এলাকাবাসীরা দাবি করে বলেন, মানবিক কারণে খাল খনন বন্ধ করে আমাদের পাকা রাস্তা ও ড্রেন নির্মান করে দেয়া হোক ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদারীপুর বণিক সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, এ্যাডঃ হিরন, করিম হাওলাদার, পাঁচখোলার ইউপি মেম্বর সুমন সরদার, শিক্ষক আফজাল মানিক, মৎষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোসলেম মাতুব্বর, শ্রমিকলীগের নেতা মোকলেস ফকির, ছাত্রলীগ নেতা মিঠু হাওলাদারসহ প্রায় পাঁচশতাধিক এলাকাবাসি
এলাকাবাসির দাবি নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গেলে জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম তাদের স্মারকলিপি গ্রহনে অপারগতা প্রকাশ করে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত আমার কিছু করার নেই। আর সরকারী কাজে কেউ বাধা দিলে আমি তা মানবো না। ওখানকার অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে আগামী ২৩ তারিখে উচ্ছেদ অভিযান শুরু হবে।
তবে তার আগে আমি একবার ওখানে গিয়ে দেখবো কি অবস্থা।

NAZ/GMN

Print Friendly, PDF & Email