
এসএম তানবীর , মাদারীপুর প্রতিনিধি (সদর)
মাদারীপুর পৌর শহরের শহীদ বাচ্চু সড়কের কলেজ রোড এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মাসুদ শরিফ নামে এক যুবক কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে অত্র এলাকার আতিক খান, রুমান খান ও সুষান খানসহ তার সহযোগিদের বিরুদ্ধে। ঘটনাটি শনিবার সকালে ঘটে।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে হাবিবুর রহমান সুমনের সাথে আতিক খান ও রুমান খানের দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনার জের ধরে শনিবার সকালে আতিক খান তার লোকজন নিয়ে সুমনের বাসায় গিয়ে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সুমনের ভতিজা মাসুদ শরিফ , হানিফ শরিফ ও পাশের বাসার তুষারসহ কয়েকজন এগিয়ে এসে সুমনের সাথে কি হয়েছে এবিষয়ে জিজ্ঞাসা করলে আতিক খান উত্তেজিত হয়ে বাকবিতন্ড শুরু করে দেয়। এক পর্যায় আতিক খান রুমান খান তার লোকজেনদের হুকুম দিয়ে সেনদা, রামদা ও বোটি দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে মাসুদকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত মাসুদ শরীফ শহীদ বাচ্চু সড়কের মৃত আলিম শরিফের ছেলে।
হাবিবুর রহমান সুমন অভিযোগ করে বলেন, আতিক খান তার লোকজন নিয়ে আমার বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এসময় আমার ভাতিজারা এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে । এ ঘটনায় আমি বিচার চাই।
এব্যাপারে আতিকুর রহমান খান বলেন, ওরা আমার ঘর দখল করে নিয়েছে। কথা কাটাকাটি হয়েছে ঠিকই কিন্তু কোন মারধরের ঘটনা ঘটেনি। ওরা নিজেরা মাথা কেটে আমাকে ফাঁসাতে চাইছে। সঠিক তদন্ত হলে সত্যি ঘটনা বেরিয়ে আসবে।
মাদারীপুর সদর মডেল থানার এস আই মোঃ ওবাইদুর রহমান জানান, মারামারি ঘটনা শুনে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি । একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হব।
NAZ/GMN