কাঠিপাড়ায় সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজাপুর – কাউখালীর দুই উপজেলার কয়েক গ্রামের মানুষের ভরসা খেয়া নৌকা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

পিরোজপুরের কাউখালী ও ঝালকাঠির রাজাপুরের সীমান্ত রাজাপুর উপজেলার কাঠিপাড়া তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীর উপরের ব্রিজটি গাছ বোঝাই নৌকার ধাক্কায় ভেঙে মাঝের অংশ ভেঙে যাওয়ায় দুই পাড়ের অন্তত ৭টি গ্রামের মানুষের খেয়া পারাপারের মাধ্যমেই যাতায়াত করতে হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রতিবার ৫টাকা খেয়া ভাড়া দিয়ে যাতায়াত করায় চরম ভোগান্তিতে পড়েছেন। ১১ ডিসেম্বর বুধবার ভোরে স্বরূপকাঠিগামী গাছ বোঝাই নৌকাটির সাথে ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে সেতুটি ভেঙে নৌকার উপর পড়লে গাছসহ নৌকাটিও ডুবে যায়। তালুকদারহাট পরিচালনা কমিটির সভাপতি ও শুক্তাগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. বাবুল তালুকদার জানান, ১১ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে গাছবোঝাই নৌকাটি সেতুতে ধাক্কা দিলে বিকট শব্দে সেতুটি ভেঙে নৌকার ওপর পড়ে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা সুমন (৩৫) নামে এক যুবককে অত অবস্থায় উদ্ধার করে রাজাপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। রাজাপুর ও পিরোজপুরের কাউখালি উপজেলাকে সংযুক্ত করা এই সেতুটি দুই উপজেলার মানুষের যোগাযোগের েেত্র বড় ভূমিকা রাখে। নদীর দুই পাড়ে প্রায় ডজন খানেক শিা প্রতিষ্ঠান থাকায় শিার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। খেয়া পারাপারের মাধ্যমে শিার্থীসহ সকলকে যাতায়াত করতে হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার দিন সকালেই রাজাপুর ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়ভাবে চলাচলের উপযোগী করতে সুপারী গাছ ও বাঁশ সংগ্রহ করে ব্যবস্থা করার চেষ্টা শুরু করা হয়েছিলো।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা, ভাইসচেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিন পুনরায় পরিদর্শন করেছেন। তারা উপজেলা এলজিইডির প্রকৌশলীকে দেখিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email