নেত্রকোনায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯ | আপডেট: ৯:৩৩:পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯ ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরে পড়ে শাকিব মিয়া ও নাইম মিয়া নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিব (৭) ওই গ্রামের আবু ছিদ্দিকের ছেলে ও নাইম (৬) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তারা দুজনেই স্থানীয় লামছড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই দুই শিশু স্কুলে গিয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর বিকেলে পুটিকা গ্রামের হেকিম মিয়ার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা জানান, ধারণা করা হচ্ছে ওই দুই শিশু স্কুল ছু্টির পর পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান জানান, নিহত দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। আরও পড়ুন বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন সান্না