বেনাপোল সীমান্তে রোহিঙ্গা,দালাল,নারী-শিশু সহ আটক -৫৪ মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী) বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ | আপডেট: ২:২২:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ বেনাপোলের দৌলতপুর,ও সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মহিলা ও শিশুসহ ৩ জন রোহিঙ্গা,১ দালাল সহ ৫৪ নারী পুরুষ ও শিশু কে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোর ৫ টার সময় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর জেলায়। বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান.গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক অবৈধ নারী, শিশু, পুরুষ বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ শিশু কে আটক করেন। অপর দিকে দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার ভোরে গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ দিকে বুধবার সকালে সাদিপুর সীমান্তে দালাল সহ ৫ জন কে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারী আলমগীর হোসেন(৩০)সে বেনাপোল ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার আব্দুল ওহাব। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান বলেন আটককৃতদের বিজিবি বেনাপোল থানায় হস্তান্তর করেছে ৷ থানার কার্যক্রম শেষে তাদেরকে যশোর কোটে চালান দেয়া হয়েছে তিনি জানান ৷ আরও পড়ুন বীরগঞ্জে ৩য় বারের পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর প্রচারনা জমজমাট, প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহন বঙ্গবন্ধু ধাপে ধাপে বহু বাঙালীকে সংগ্রামের জন্য প্রস্তুত করেন______পৌর মেয়র লিটন