
এ আল মামুন, বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা মৌ খান। সম্প্রতি তিনি নতুন একটি ছবিতে চুক্তিবন্ধ হয়েছে। ছবিটি নাম ‘তুই আমার জান’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নাহিদ ইরফান। এই ছবিটি নির্মাণ করবেন নির্মাতা রাকিবুল আলম রাকিব।
নতুন ছবি প্রসঙ্গে মৌ খান বলেন, ‘তুই আমার জান’ সিনেমাটি রোমান্টিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে ধনীর আদুরে মেয়ের ভূমিকায় অভিনয় করব। সিনেমার নায়ক আমার প্রেমে পড়ে। তারপরই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’
এছাড়াও ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামে দুটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল।
এই ছবিটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান।
উল্লেখ, ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম।