মা হয়েছে ধ’র্ষণে অন্তঃসত্ত্বা নাতনী, বাবা সেই নানা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

মা হয়েছে নানার ধ’র্ষণে অন্তঃসত্বা সেই কি’শোরী। ওই কি’শোরী ফুটফুটে একটি ছে’লে শি’শুর জন্ম দিয়েছে। তবে, ওই শি’শুকে নিয়ে বিপাকে পড়েছে ওই পরিবার শুনতে হচ্ছে প্রতিবেশির কটুকথা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতা*লে সিজার করে শি’শুর জন্ম হয়। এর আগে কি’শোরীর মা গত ৩০ জুন রাতে আব্দুল বারেককে আসামী করে একটি অ’ভিযোগ করেন।

পরে ১ জুলাই রাতে আব্দুল বারেককে আসামী করে কোতোয়ালী থা’নায় মা’মলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই আব্দুল বারেককে গ্রে*ফতার করে পু’লিশ।

মা হওয়া ওই কি’শোরী বলেন, আমি আমা’র ছে’লের বাবার প্রকৃত পরিচয় চাই। কেউ যেন আমা’র ছে’লেকে কটুকথা না বলতে পারে। এ জন্য আমি আইনের মাধ্যমে আমা’র ছে’লের পিতৃ পরিচয় চাই।

কি’শোরীর মা বলেন, ওই শি’শুকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব আম’রা এর বিচার চাই।

আব্দুল বারেকের স্ত্রী’ হাসেন বানু বলেন, আমা’র স্বামী দোষী না। তাকে ফাঁ’সানো হয়েছে। তবে, আম’রা কোন আপোস মিমাংসা করব না।

কোতোয়ালী মডেল থা’নার ওসি (ত’দন্ত) শাকের আহমেদ জানান, ওই মা’মলায় আসামী বর্তমানে জে’লে আছে। ভিক্টিম মে’য়েটি একটি ছে’লে শি’শুর জন্ম দিয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email