সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশ বাঁ’চাতে পারবেন না : কাদের সিদ্দিকী’
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী’ বীরউত্তম বলেছেন, শুধু আওয়ামী লীগকে ঠেঙ্গিয়ে এ সরকার দেশকে বাঁ’চাতে পারবে না। এটা দু’র্নীতি মুক্তির পদক্ষেপ এটা দেশবাসী ভাবতেই পারে না। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশ বাঁ’চাতে পারবেন না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘চলমান অ’ভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপটে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নাসরিন সিদ্দিকী’, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক।
দেশের এই সময়ে চাই সরকার একটি জাতীয় সংলাপ আয়োজন করুক- অ’ভিমত ব্যক্ত করে বঙ্গবীর বলেন, আওয়ামী লীগে এত দু’র্নীতি যে এদের ক্ষমতায় থাকারই অধিকার নেই। সত্যিকার অর্থে এ সরকার গণতান্ত্রিক সরকার না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের পক্ষে বর্তমানে দু’র্নীতির বি’রুদ্ধে অ’ভিযানে সরকারকে মুক্তকণ্ঠে সম’র্থন জানানোর কথা জানানো হয়। এর পাশাপাশি বলা হয়, এক্ষেত্রে শুধু আওয়ামী ঘরানার লোকদের একের পর এক গ্রে*ফতার দেখে আম’রা অ’বাক ও বিস্মিত, তবে দেশের সমস্ত দু’র্নীতি সরকারি দলের নিয়ন্ত্রণে, অন্য দল-গোষ্ঠী কি ধোয়া তুলসী পাতা? ব্যাংক, শেয়ারবাজার লুট, টেন্ডারবাজি, রাস্তাঘাটে চাঁদাবাজি, লুটতরাজ- এসবের হাত থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধুকন্যা আন্তরিকভাবেই এ অ’ভিযানে ব্রতী সেটা দেশবাসী দেখতে চায়। ৭১’র মতো সকলে মিলে দেশের এ চরম দুর্যোগ থেকে উত্তরণের চেষ্টা করি।
এতে আরও বলা হয়, শুধু ক্যাসিনোবিরোধী অ’ভিযানের মাধ্যমে দু’র্নীতি দমন বা নিয়ন্ত্রণ সম্ভব- এ রকম একটা ধারণা সৃষ্টির অ’পচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অথচ দেশে সাম্প্রতিকালে সবচেয়ে বড় দু’র্নীতি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্লজ্জ ভোট ডা’কাতির মাধ্যমে, যেটা প্রশাসনের মাধ্যমে সংঘটিত হয়েছে। যে প্রশাসন দিয়ে এত বড় দু’র্নীতি সংঘটিত হয়েছে তাদের পক্ষে দু’র্নীতির বি’রুদ্ধে নৈতিক অবস্থান নেয়া কতটা সম্ভব তা বিবেচনার দাবি রাখে।