মঞ্চে ভাষন দিচ্ছেন ফখরুলরা, আর পদ্মাপাড়ে বিনোদনে নেতাকর্মীরা!

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভা’রপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মা’মলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশ উপলক্ষে রাজশাহী এসেছেন বিভাগের আট জে’লার নেতাকর্মীরা। আর সমাবেশে এসে পদ্মা’র পাড়ে ঘুরে বেড়াচ্ছেন অনেক নেতাকর্মী।

পদ্মা’র পাড় থেকে কিছুটা দূরে সমাবেশের মঞ্চে বক্তব্য দিচ্ছেন নেতারা। মঞ্চে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

রবিবার দুপুর আড়াইটা থেকে সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরু হলেও নেতাকর্মীদের অনেকেই ঘুরে বেড়াচ্ছেন পদ্মা নদীর পাড়ে। কেউ কেউ যাচ্ছেন নৌকা ভ্রমণেও। অনেকেই আবার বসে আছেন পদ্মা’র পাড়ের লালন শাহ মঞ্চে। এদের একজন পাবনার সাথিয়া পৌরসভা’র ৫ নম্বর ওয়ার্ডের কর্মী মনু মিয়া।

অ’পরদিকে, পদ্মা নদীর পাড়ে কয়েকজন বসে ছিলেন চেয়ারে। তাদের মধ্যে ছিলেন রাজশাহীর কা’টাখালি পৌরসভা বিএনপির সহসম্পাদক কায়সার হামিদ। তিনি বলেন, ‘শহরে ঢোকার আগেই পু’লিশ সিএনজি থেকে নামিয়ে দিয়েছে। এখানে আসতে ক’ষ্ট হয়েছে। ক্লান্ত হয়ে গেছি। তাই বাতাসে একটু বসে আছি।’

রাজশাহীর চারঘাট উপজে’লার শলুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের যুবদলের সভাপতি রুবেল আলীকেও পাওয়া যায় পদ্মা’র পাড়ে। তিনি বলেন, ‘জায়গাটা সুন্দর। কিন্তু সচরাচর আসা হয় না। তাই একটু বসে আছি। তবে গাড়ি না পেয়ে হেঁটে আসার কারণে ক্লান্ত হয়ে বসে আছি।’

Print Friendly, PDF & Email