বেনাপোল সীমান্তে হুন্ডির টাকাসহ নারী আটক

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৬:৪৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

বেনাপোল চেকপোস্ট থেকে ৩ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকাসহ মোর্শেদা খাতুন (২৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মোর্শেদা শেরপুর ঝিনাইগাতি থানার বাসিন্দা।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৩ লাখ ৩৯ হাজার বাংলাদেশি হুন্ডি টাকাসহ তাকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email