রাউজান উপজেলা আ.লীগের সদস্য রোশাঙ্গীর আলমকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ও পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আয়েশা বিবির বাড়ি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে মোঃ রোশাঙ্গীর আলম কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল মেম্বার কে সংবর্ধিত করা হয়।
গতকাল আয়েশা বিবির বাড়িতে সংবর্ধনা অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মৌওলানা মোহাম্মদ জাহেদ। পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফির সভাপতিত্বে ও আয়েশা বিবির বাড়ি সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহেদ হোসেন মিঠু, সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন, অর্থ সম্পাদক মোঃ জানেআলম, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন লোকমান হাকিম মোঃ আবুল হোসেন আবুল, মোহাম্মদ এনাম, মোঃ এমরাজ, মোঃ নিজাম মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জামাল, মোঃ মুরাদ মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আফসার, মোহাম্মদ মনসুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত অতিথি রোসাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সুখে-দু:খে পাশে ছিলাম। ভবিষ্যতেও এলাকাবাসীর পাশে থাকবো। উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে আমাকে মূল্যায়ন করায় আমি সাংসদ ফজলে করিম চৌধুরীর নিকট কৃতজ্ঞ। পরিচ্ছন্ন রাজনীতিবিদ রোসাঙ্গীর আলমকে মূল্যায়ন করায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।