জামাল’পুরে’র সেই জে’লা প্রশাস’ক ব’র’খাস্ত
খাস কামরার কেলেঙ্কারিতে ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

জনপ্রশাস’ন মন্ত্রণাল’য়ের অতি’রিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অ’নুবিভাগ) মো. মনির উ’দ্দিন জানান, গত বুধ’বার আহমেদ কবী’রকে সাময়িক বর’খাস্তের ওই আদেশ জারি ক’রা হয়।
গত অগাস্টে দুটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন পুরুষ ও এক’জন নারীকে অন্ত’রঙ্গ অবস্থায় দেখা যায়। বলা হয়, ওই ভিডি’ও জামালপুরে’র জেলা প্রশাসক আহমেদ কবীরের অফিসের বিশ্রাম কক্’ষ বা খাস কাম’রার। পুরুষটি জেলা প্র’শাসক নিজে এবং অন্যজন তার দপ্তরের এ’কজন অফিস স’হকারী।
ওই ভিডিও ভাইরাল হলে তুমুল আলোচনার মধ্যে ২৫ আগস্ট জেলা প্রশাস’কের প’দ থেকে আহ’মেদ ক’বীরকে সরি’য়ে ওএ’সডি করা হয়। সেই সঙ্গে অভিযোগ তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদ’স্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
মন্ত্রি’পরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর র’হ’মানের নেতৃত্বে গঠিত ওই তদন্ত কমিটি জামালপুর ঘুরে এসে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাস’ন মন্ত্রণাল’য়ের প্রতিবেদ’ন দেয়।
সেই প্রতি’বেদ’নের ভিত্তিতেই আহ’মেদ ক’বীরকে সা’ময়িক ব’রখাস্ত ক’রা হয়েছে বলে জন’প্রশাসন ম’ন্ত্রণাল’য়ের ক’র্মকর্তারা জানান।