প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলনে আমরন অনশনের ডাক জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭ | আপডেট: ৭:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭ SHARES মনবীর সোহান: প্রশিক্ষনপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নীচে প্রশিক্ষনপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের ১ দফা দাবী জানিয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এ লক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় নগরীর মল্লিক রোডস্থ সিস্টারস্ ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ বরিশাল জেলা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শংকর চন্দ্র পোদ্দার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশে আমরা সাড়ে ৩ লাখ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছি। ২০১৫ সালে শতভাগ বেতন বৃদ্ধি করা হলেও আমরা সহকারি শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার হয়েছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঘোষনায় প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মাঝে বেতনের পার্থক্য তিন ধাপ নীচে নেমে যায়। অথচ ২০০৬ সালে যা ছিলো একধাপ নীচে। আর বর্তমানে প্রস্তাবিত প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়ন হলে এ বৈষম্য হবে চার ধাপ নীচে। আমরা এ বৈষম্য নিরসনে ২০১৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু কোন কাজেই আসছে না। সংবাদ সম্মেলনে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবী মেনে না নিলে ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহন করার কথা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক জহিরুল ইসলাম জাফর, রাশেদ জমাদ্দার, অরুময় বিশ্বাস, হারুন গাজী, জাহিদ হোসেন, আবু হানিফ, আয়েশা আক্তার প্রমুখ। SHARES আরও পড়ুন সরকারি খাল ও ফসলী জমির মাটি পুড়ছে তালার জিআইবি ইট ভাটায় বরিশাল বিভাগ সমিতির কমিটি বিলুপ্ত কামরুল আহসান মিন্টু আহ্বায়ক