‘আমি এক দিনই ক্লাবে গিয়েছি, ফিতা কে’টেছি’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৪:৫৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

ক্যাসিনো ও জুয়ার বি’রুদ্ধে অ’ভিযান চালিয়ে এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে আ’ট’ক করেছে পু’লিশ। আ’ট’ককৃতদের কাছে তথ্য পাওয়া যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও এসবের সাথে জ’ড়িত। তারই পরিক্রমায় উঠে আসে ইয়ংমেনস ক্লাবের চেয়ারম্যান স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন- এর নাম। এ প্রসঙ্গে মেনন বলেন, ‘চেয়ারম্যান পদটি আলংকারিক, দায়িত্বের না।’

 

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনো প্রসঙ্গে জানতে চাইলে মেনন বলেন, ‘এটা আলংকারিক পদ, দায়িত্বের পদ না। আমি তো বলেছি, এক দিনই আমি ক্লাবে গিয়েছি, ফিতা কে’টেছি, ওই দিনই শেষ। এতে যদি আমা’র গায়ে কালিমা লাগে, লাগবে।’

 

স্থানীয় সাংসদ হিসেবে ক্লাবের কার্যক্রম স’ম্পর্কে তাঁর জানা উচিত ছিল কি না? প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘প্রশাসনের কেউই জানল না, আমি সংসদ সদস্য হিসেবে সব জেনে ফেলব, ব্যাপারটা কি এতই সহ’জ?’

Print Friendly, PDF & Email