তিন বউ থাকার পরও ছে’লের বউকে ধ’র্ষণ করল শ্বশুর!

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৪:৫১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৎ ছে’লের বউকে ধ’র্ষণের অ’ভিযোগে অহিদ মিয়া (৫০) নামের এক শ্বশুরকে আ’ট’ক করেছে পু’লিশ।
বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে আ’ট’ক করা হয়। সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া উপজে’লার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের মোসলেম সরদারের ছে’লে।

 

জানা যায়, শাশুড়ির নির্দেশে অহিদ মিয়ার শোয়ার ঘরে গেলে ওই পুত্রবধূ যৌ’ন লালসার শিকার হন। শাশুড়িকে এ বিষয়টি পুত্রবধূ জানালে উল্টো তাকে ভ’য় দেখিয়ে কাউকে না বলার জন্য হু*মকি দেয়া হয়।

 

এদিকে একই ঘটনা কয়েক দিন ঘটলে কোনো উপায় না পেয়ে পুত্রবধূ গত মঙ্গলবার থা’নায় অ’ভিযোগ দায়ের করেন। পরে ধ’র্ষণে সহযোগিতা করার অ’প’রাধে এদিন শাশুড়িকে দরুইন গ্রামের নিজ বাড়ি থেকে আ’ট’ক করে পু’লিশ। সে সময় শ্বশুর অহিদ মিয়া পালিয়ে যান।

 

পরে শ্বশুর আহিদ মিয়াকে বিভিন্ন স্থানে অ’ভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আ’ট’ক করে পু’লিশ। জানা গেছে, অহিদ মিয়া এ পযর্ন্ত ৩টি বিয়ে করেছেন।

 

আখাউড়া থা’নার ওসি (ত’দন্ত) মোহাম্ম’দ আরিফুল আমিন তাদের আ’ট’ক হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় ত’দন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email