বেনাপোল পুটখালী সীমান্তে হুনডির টাকাসহ আটক-১
মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী)
বেনাপোল প্রতিনিধি

পুটখালী সীমান্তে ৪ লাখ ৫০ হাজার হুনডির টাকা সহ আঃ মালেক (৩০)নামে একজন কে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ২৬শে সেপ্টম্বর সকাল সাড়ে ৯টার সময় তাকে আটক করা হয়। তার বাড়ি পুটখালী গ্রামে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান,পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ী পোষ্ট হতে ৪,৫০,০০০ বাংলাদেশী হুন্ডির টাকা সহ মোং আঃ মালেক (৩০)পিতা মৃত ইসমাইল হোসেন,গ্রাম-পুটখালী উঃপাড়া,পোষ্ট বালুন্ডা,থানা – বেনাপোল পোর্ট,জেলা-যশোর কে আটক করা হয় । তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে ।