‘সচেত*ন হলে কে*উ দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্থ হবে না’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

কুমিল্লার জেÕলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, বহির্গমন ও বৈদেশিক মুদ্রা আয়ে সারা দেশে পথিকৃত কুমিল্লা জেলা। তবে এ জেলাতেও অনেকই আছেন যারা বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন।

 

অনেকে স্বল্প প্রশিক্ষণে এবং মৌখিক চুক্তিতে বিভিন্ন দেশে গিয়ে প্রতারিত হয়েছেন। তাদের*সহ সকলের উদ্দেশ্য এক*টাই কথা আপনি আপনার বহির্গমন সম্পর্কে সচেতন হোন, দক্ষতা ও যোগ্যতায় অনন্য হোন তাহলে আর কেউ দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হবেন না।

 

মঙ্গলবার কুমিল্লা জেলা প্র*শাসকের কার্যালয়ে সেন্টার ফ*র কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্ট (সিসিডিএ) এবং রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট কুমিল্লার আয়োজনে সোশাল এ্যান্ড ইকোনমিক এক্সক্লুশন এ্যান্ড মাইগ্রেশন (এসইউএম) প্রকল্প অবহিতক*রণ সভায় তিনি এস*ব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সভা-সেমিনার করে জন*সচেতনতা বৃদ্ধি করা যায় না। সকলে নিজের প্রয়োজনে সচেত*ন হবেন। দক্ষতা অর্জন করে বহির্গমন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোস্তফা কায়জারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলি*শ সুপার মো: নাজমুল হাসান, এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ (রামরু) কুমিল্লার ইউনিট এ*র প্রকল্প কর্মসূূচি পরিচালক মেরিনা সুলতানা, সিসিডিএর আদ*মপুর শাখা ব্যবস্থাপক মো: মাসুদ আলম ও কৃষি-পরিবেশ সংগঠক মতিন সৈকত।

 

বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে দেশে আসা কয়েকজন নারী উন্মুক্ত আলোচনায় তাদের উপর নির্যাতনের বিষয়টি উপস্থাপন করেন।

Print Friendly, PDF & Email