ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে বীরকন্যা প্রীতিলতার মত স্বাধীনতা সংগ্রামী হউন এড. রানা দাশ গুপ্ত
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম নাগররিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক বিশেষ ট্রাইবুন্যাল প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন তারুণ্যদীপ্ত সংগ্রামী ছিলেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশের স্বাধীনতার জন্য তিনি বৃটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং তার জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেন, প্রীতিলতা ভোগ বিলাসের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। আজকের রাজনীতিতে চাওয়া পাওয়া ও ভোগ বিলাস বহুলাংশে বেড়ে যাওয়ায় রাজনীতির ভাগ্যকাশে অশনি সংকেত দেখা দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কষ্টার্জিত উন্নয়নের ফসল কোনোভাবে ধ্বংস করা যাবে না। রাজনীতিতে যারা অপকর্ম অনিয়ম ও দূর্নীতি করছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে পারলে এদেশে শিষ্টাচার রাজনীতি ও শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যাহত থাকবে।
মুখ্য আলোচকের বক্তব্যে ইউএসটিসি’র প্রাক্তন উপচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়–য়া বলেন, নৈতিক ও মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে নীতিবান ও সৎ চরিত্র প্রত্যয়ে মৌলিক রাজনীতির কান্ডারী হতে হবে। তিনি বলেন, স্বদেশের জন্য জীবন উৎসর্গ করে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সে শিক্ষা আমাদের দিয়ে গেছেন। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতি লায়ন এ.কে. জাহেদ চৌধুরী ও কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক কবি আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেধ আলম, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের মূলপ্রবদ্ধ পাঠ করেন সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, ১৪দলীয় জোট নেতা স্বপন সেন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাছির, অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, যুবলীগ নেতা সুমন দেবনাথ, মানবাধিকার সংগঠক মঈনুদ্দীন কাদের লাবলু, সংগঠক প্রণবরাজ বড়–য়া, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, শিল্পী দীপেন চৌধুরী, কবি এন.পি সাগর, শিব্বির আহমেদ ওসমান, হারুন রশিদ, সবিতা রানি বিশ্বাস, শিল্পী নুপুর আক্তার, শিল্পী নারায়ন দাশ, জয়শ্রী চৌধুরী, সায়েদুল ইসলাম মাসুম, কবি তরনী কুমার সেন, সুজন বড়–য়া, নুরুল হুদা চৌধুরী, সজল দাশ, কাইয়ুমুর রশিদ বাবু প্রমুখ।