
যুবলীগ নেতা ইস’মাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হি’সাব তলব করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গতকাল সোম’বার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্র’ধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাহি’দার ভিত্তিতেই এ ব্যবস্থা নে’য়া হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশে ব্যাংকে এনবিআর থেকে পাঠানো চিঠিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তার চলতি, মেয়াদি ও সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ সব ধ’রনের হিসাবের তথ্য এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসিতে পাঠাতে ব’লা হয়েছে।
এদিকে, সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত রবিবার এ–সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়েছে।