যশোরের কেশবপুরে মা’রধর করায় বাচ্চা কোলে নিয়ে থা’নায় হনুমানের দল!
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

স্প’র্শকাতর প্রা’ণী হনুমান। তাদেরও রয়েছে রাগ-অ’ভিমান কিংবা অ’ভিযোগ। যশোরের কেশবপুরে এমন প্রমাণ পাওয়া গেল। মা’রধর করায় বাচ্চা কোলে নিয়ে রোববার একদল কালোমুখ হনুমান কেশবপুর থা’নায় এসে অবস্থান নেয়। এক পর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। পরে তাদের অ’তিযত্নে খাবার খাইয়ে শান্ত করা হয়।
কেশবপুর থা’নার ওসি মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থা’নায় আসে। বাচ্ছাটিকে মা’রপিট করে আ’হত করা হয়েছে। এরপর পরই প্রায় ২০ থেকে ২৫ টি হনুমান দলবদ্ধভাবে থা’নার প্রধান ফট’কের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। ওসি হনুমানের ওপর হা’মলাকারীদের বিষয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। পরে কিছু শুকনো খাবার দিলে ঘণ্টা খানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়।
কেশবপুর উপজে’লা বন কর্মক’র্তা আব্দুল মোনায়েম হোসেন জানান, শহর ও শহরতলীতে ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অ’প্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। তাছাড়া হনুমান অ’ত্যন্ত স্প’র্শকাতর প্রা’ণী। তাদের উপর কেউ হা’মলা করলে তারা দলব্ধভাবে এভাবে থা’নায় যায়। ইতিপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে বলেও উলে¬খ করেন তিনি।