
পটুয়াখালীর দুমকিতে ১৫৫০ পিস ইয়াবাসহ আনিছুর রহ*মান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফ*তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে মাদক বিক্রেতা আনিছুর রহ*মানকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ব্যাগ তল্লাসী করে ১৫৫০ পিস ইয়াবা উ*দ্ধার করা হয়।
দুমকি থানার সেকেন্ড কর্মকর্তা এসআই তাপ*স চন্দ্র গুহ জানান, উপজেলার থানা ব্রিজ এ*লাকায় টহল পুলিশের একটি টিম সন্দেহ*ভাজন হলে মাদক ব্যবসায়ী আনিছুর র*হমান (২৮) কে আটক করে। পরে তার হাতের থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ১৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আনিছুর র*হমানের গ্রামের বাড়ি উপজেলার থানা ব্রিজ-মৌক*রণ সড়কের কাটাখালী এলাকায়। তার পিতার নাম আবদুর রহিম।
দুমকি থানার কর্মকর্তা ইনচার্জ মো: মনিরুজ্জামান ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারের স*ত্যতা নিশ্চিৎ করে জানান, নি*য়মিত মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে রোববার বেলা ১২টায় কোর্টে চালান দেয়া হয়েছে।