মাকে ভারতের জেলে রেখে ২ সন্তানকে বেনাপোল দিয়ে ফেরত
মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী)
বেনাপোল প্রতিনিধি

দারিদ্রতার কারনে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ২ কিশোর সন্তান কে নিয়ে ভারতে গিয়ে জেলখানায় ঠাই হয়েছে মা রেক্সোনা বেগমের।
গত ৮ মাস আগে ভারতের পশ্চিম বাংলার রাজধানী কোলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ভারতীয় পুলিশের হাতে আটক হয় পিরোজপুর জেলার ইনদুরকানি থানার বালিপাড়া গ্রামের মাসুমের স্ত্রী রেক্সোনা এবং তার ২শিশু সন্তান নাঈম (১২)ও রাহান উদ্দিন (১০)।
পুলিশ রেক্সোনাকে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে এবং শিশু সন্তানদের বারাসাত কিশোলয় চিলডেন হোমে। দীর্ঘদিন সেলটার হোমে থাকার পর হোম কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো ব্যবস্থা করে। উভয় দেশের আইনী প্রক্রিয়া শেষে আজ শনিবার বিকাল ৪ টায় বিএসএফ তাদেরকে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি কাছে ফেরত পাঠায় ।
বিজিবি ২ শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে । বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ওবাইদুর রহমান জানান,শিশুদের পিতার মাসুমের কাছে হস্তান্তর করা হয়েছে।