বিশ্বকে বাঁচাতে কক্সবাজারে জলবায়ু ধর্মঘট

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ১০:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

সুইডেনের জলবায়ু কর্মী ১৬ বছর বয়সী গ্রেটা থুনবার্গের ডাকে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় কক্সবাজারেও  জলবায়ু ধর্মঘট হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ দিন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে প্তরযয় দেড়শ তরুণ বিক্ষোভের মাধ্যমে তাদের ভবিষ্যতের সুরক্ষার দাবি জানায়।

ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশের ব্যাবস্থাপনায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই কর্মসূচি আয়োজন করে। জলবায়ু ন্যয্যতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গন। এসময় তারা জলবায়ুর নায্যতা ও কক্সবাজার তথা পুরো বাংলাদেশকে বাসযোগ্য করতে সরকারের দ্রুত প্রদেক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া কক্সবাজার সিটি কলেজের ছাত্রী তাজরিয়ান নাহার আঁখি বলেন, জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা পেতে বৃক্ষরোপনের বিকল্প নেই। আমরা যারা উপকূলীয় এলাকায় বসবাস করি তাদের বৃক্ষরোপণে আরোও আগ্রহ থাকতে হবে। সবাইকে বৃক্ষরোপণে সচেষ্ট করতে হবে।

নারী সংগঠক ফাতেমা আক্তার লিপি বলেন, কক্সবাজারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে। যারা বৃক্ষ নিধন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সাধারণ জনগণকে সামাজিক বনায়ন গড়ে তুলতে উৎসাহ যোগাতে হবে।
এসময় ইয়ুথনেট এর সদস্য মোঃ ওমর ফারুক জয়, জাবেদ নুর শান্ত, ললিতা দাস ও মিনুয়ারা বক্তব্য প্রদান করেন।

Print Friendly, PDF & Email