ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর আলোকিত জাতি গড়াই এই শিক্ষানীতির মূল লক্ষ্য হওয়া উচিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

মোঃ আলাউদ্দিন চট্টগ্রাম ব্যুরোঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, ৬২-এর শিক্ষা আন্দোলন বাঙ্গালির জাতীয় মুক্তি আন্দোলনের মাইল ফলক। শহীদ বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহর রক্ত ¯œাত শিক্ষা আন্দোলনের মাধ্যমে কুখ্যাত শরীফ কমিশন ও হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলে তৎকালিন পাকিস্তানের আইয়ুব খাঁন সরকার কেবল বাধ্যই হয়নি, ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতনও ঘটেছে।

 

স্বাধীনাতা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রণীত ডঃ কুদরত-ই খুদা শিক্ষা কমিশন রিপোর্টের আলোকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আমলে প্রণীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন ঘটাচ্ছে। ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর আলোকিত জাতি গড়াই এই শিক্ষানীতির মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি শিক্ষকদেরকে শিক্ষা জাতীয় করণসহ নিজেদের যৌক্তিক দাবি-দাওয়ার আন্দোলনের পাশা-পাশি বর্তমান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

মহান শিক্ষা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সভাপতিত্বে গত ১৭ সেপ্টেম্বও বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরীর আমবাগানস্থ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ খালেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক ড. আবু আলা মুহাম্মদ হোছামুদ্দিন, বিভাগীয় সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, মহানগর সহসভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোঃ সানাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য জামাল সত্তার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আনিসুল মালেক, দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক মোঃ জিয়া উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধ্যক্ষ হামিদ হোসাইন, অধ্যক্ষ আবদুল মোমিন, চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তালুকদার, মোঃ গোলাম রসুল, প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক বিষ্ণু যশ চক্রবর্তী, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, নোয়াখালী জেলার সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, কক্সবাজার জেলার অধ্যাপক উত্তম কুমার চৌধুরী, কারিগরি শিক্ষকদের পক্ষে অধ্যাপক মহরম আলী, চট্টগ্রাম মহানগরের অধ্যাপক আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, চকবাজার থানা সভাপতি প্রধান শিক্ষক মামুনুর রশীদ, কোতোয়ালী থানা সভাপতি মোঃ মেজবাহুল হক, সাধারন সম্পাদক বাবু অভিজিৎ চক্রবর্তী, প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, শিক্ষিকা শিপ্রা দাশ, অনির্বান মিত্র প্রমুখ।

Print Friendly, PDF & Email