শেষ হলো দশমিনায় খাদ্য ভিত্তিক পুষ্ঠি(ফলিত পুষ্টি) বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

ফয়েজ আহমেদ ,দশমিনা প্রতিনিধি ॥
গত ১৬ সেপ্টেম্বর থেকে আজ ১৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রীঃ তারিখ,পটুয়াখালীর দশমিনা উপজেলায় “বারটান” বরিশালের আয়োজনে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা,ঈমাম, পুরহিত,স্কুল/মাদ্রাসার শিক্ষক,মহিলা ও শিশু বিষয়ক বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও এনজিও প্রতিনিধিদের সম্বনয়ে ৩০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে শেষ হলো “খাদ্য ভিত্তিক পুষ্ঠি(ফলিত পুষ্টি)” বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বনি আমিন খান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ জামাল হোসেন বারটান বরিশাল, মোঃ জাফর আহমেদ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার দশমিনা,মোঃ কামরুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার দশমিনা, মোঃ শফিকুল ইসলাম উপজেলা ফেমিলি প্লানিং অফিসার দশমিনা,উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা দশমিনা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম তালুকদার ঝান্টা দশমিনা।
প্রশিক্ষণে প্রশিক্ষকগণ কোন খাবারে কিধরনের পুষ্টি গুন রয়েছে,তাহা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যাহা সহজে বাড়ীর আঙ্গিনায় নিজেরাই চাষাবাদ করা যায়,সে সমস্ত শাক-শব্জি,ফল-মুল চাষাবাদের জন্য উদদ্ধকরেন।
বাস্তবায়নে-বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট।