গোবিন্দগঞ্জে শিশু যৌন নিপীড়নে বৃদ্ধা আটক

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ১০:০৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধাকে আটক পুলিশ।

জানা গেছে,গত বুধবার বিকাল সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের সমশের শেখের কন্যা (৬ বছরের) এক শিশু প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বুজরুক বোয়ালিয়া (প্রধানপাড়া) গ্রামের মৃত্যু আবদুর রহিমের পুত্র খাদেম আলী বোনা (৭০) এর বাড়ীর সামনে দিয়ে যাওয়ার পথে খাদেম আলী কৌশলে তার বাড়ীতে ডেকে নেয়। এ সময় তার বাড়ীতে কোন লোকজন না থাকায় জোরপূর্বক শিশুটির যৌন নিপীড়ন করে।

পরে শিশুটি কান্না কান্না অবস্থায় বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত তার ভাবিকে জানায়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে খাদেম আলী বোনা অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করে।

পুলিশ যৌন নিপিড়নের অভিযোগে খাদেম আলী বোনা (৭০) আটক করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email