ঝালকাঠিতে মাদক মামলায় এ জনের ১৪ বছর কারাদন্ড
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন ঝালকাঠির আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সাইফুর রহমান সরদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত আব্দুল হক সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১১ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অমুয়া বাজার এলাকার একটি বাসা থেকে ২ হাজার ৬০০ পিচ ইয়াবা সহ সাইফুর রহমান সরদারকে আটক করে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৭ জুলাই পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ১০জন সাীর স্যা গ্রহণ শেষে সাইফুর রহমান সরদারকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামী সাইফুর রহমান সরদার আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল। আসামী পে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ সিকদার।